Sunday, September 11, 2016

সময় বদলের কবিতা ।

আমার লেখা বাংলা ভাষায় প্রথম কবিতা ।

সময় বদলের কবিতা ।

পরির্বতনের চলছে হাওয়া
অধীর দেখছি তোমায়,
ভাবছ কি বসে, কি করে চলবে
বদলে গেলে সময়?

চিন্তা করো না ওসব নিয়ে
বেরিয়ে আসবে পথ,
নিজের কাজটি করতে থাকো
হয়ে একেবারে সৎ ।।

আজ না তো কাল আসারই ছিল
দিন বদলের পালা,
সময় কি আর থাকবে থেমে
সে, সর্বদা চঞ্চলা ।।

সময় থাকতে এই কথাটিকে
কষে বেধে নাও গাঠঁ,
তৈরি থেকো খোলা মনে
জীবন পড়াবে পাঠ ।।

এই কথাটি মানতে তোমার
না চায় যদি মন,
লিখিয়ে নিও, পরবে পিছিয়ে
দুঃখে ভরা জীবন ।।

সময়ের সাথে তাল মিলিয়ে,
দাও দড়িয়ায় ঝাঁপ ।
ভয় পেয়ো না, শিখেই যাবে
সাতাঁর, হবে না চাপ ।।

দিন বদল ই এই জনমের
জ্যেষ্ঠ তত্ব অচল ।
তার সমুখে নেই কারো জোর,
সকল সূত্র বিফল ।।

বৃষ-রূপি সময় যখন প্রচন্ড,
আসবে পানে ধেয়ে
সাহস জুটিয়ে, দাড়িয়ে যাবে
সামনে বুক ফুলিয়ে ।।

চকিতে তার শিং দুটি ধরে
মারবে হ্যাচ্কা টান,
দাপটে তোমার পোষ মানবে,
তোমারই করবে বাখান ।।

এখনও দেখছি যায়নি তোমার
মন থেকে সংশয়,
ভূলে কি গেছ ভাগ্য সদা
বীরের প্রতি সদয়?

আর ভেবো না, ঘন নিশ্বাস
বুকে ভরে নাও দুটি
এগিয়ে চলো জীবন-পথে
ভয়কে দাওহে ছুটি ।।

---------------অভিজ্ঞান সাহা

1 comment:

  1. ভাবনাটা সুন্দর, লেখাও ভালো। শুরু হিসেবে দারুণ!

    ReplyDelete